টাইগার ক্লাব
রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামের বিশিষ্ট ক্রিড়াবীদ জনাব আবদুল হান্নান পিন্টু টাইগার ক্লাবটি গঠন করেন। তাহার উদ্যোগে প্রতি বছর ইউনিয়ন ব্যাপী প্রতিযোগিতামূলক ফুটবল খেলার আয়োজন হয়।
উনকিলা একাদশ ক্লাব
রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামের ক্রিড়া অনুরাগী যুবকদ্বয় ক্লাবটি গঠন করেন। জুয়েল, নেয়ামত, রুমি, মহসিন, শামীম, তুষার, ফয়সাল, তারেক, সামসু, ইয়াকুব, আলমগীর সকলে একাদশ ক্লাবের সদস্য। এদের উদ্যোগে সব সময় এই ইউনিয়নে প্রতিযোগিতামুলক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
রায়শ্রী আদর্শ ক্লাব
রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী গ্রামের ক্রিড়া অনুরাগী যুবকদ্বয় ক্লাবটি গঠন করেন। এই গ্রামের শিক্ষিত যুবকরা ক্লাবটি প্রতিষ্টিত করেন। এদের উদ্যোগে সব সময় এই ইউনিয়নে প্রতিযোগিতামুলক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS