Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

 

                মোঃ ফরিদ উল্যা চৌধুরী (মুক্তিযোদ্ধা)

জনাব মোঃ ফরিদ উল্যা চৌধুরী চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামে ১০ই অক্টোবর ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ অহিদ উল্যা চৌধুরী এবং মাতার নাম বদরুন নেছা। তিনি ১৯৬৫ সালে মেট্টিক (এসএসসি) পাশ করেন। পরবর্তীতে তিনি বৃটিশ কোম্পানীতে রেলি ব্রাদার্সে কর্মজীবন শুরু করেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেন। ১৯৭২ সালে রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মনোনীত হন এবং ১৯৮২ সাল পর্যন্ত তিনি অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শাহরাস্তি উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানিত সভাপতি।

মোহাম্মদ মহসীন

জনাব মোহাম্মদ মহসীন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল মান্নাফ এবং মাতার নাম আমেনা বেগম। তিনি ১৯৭০ সালে চট্টগ্রাম মুসলিম হাইস্কুল থেকে এস.এস.সি, ১৯৭২(৭৩) সালে চট্টগ্রাম  কলেজ থেকে এইচ.এস.সি, ১৯৭৬ (৭৯) সালে অর্থনীতিতেসম্মান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করেন। ১৯৮১ সালে বি.সি.এস প্রশাসনে ক্যাডারে যোগদানের পর বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সচিব পদে উন্নীত হন। ২০১০ সালের ডিসেম্বর স্বেচ্ছায় সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন।