Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একটি বাড়ী একটি খামার

০১.পল্লীদারিদ্র্য বিমোচন কর্মসূচী (পদাবিক)ঃ- দারিদ্র বিমোচনে বাংলাদেশ সরকারের অবিরাম প্রচেষ্টার অংশ হিসাবে বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ডের আওতাধীন পল্লীদারিদ্র বিমোচন কর্মসূচী (পদাবিক) প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষহলো পল্লীএলাকার বিত্তহীন জনগোষ্ঠীকে (পুরম্নষ ও মহিলা) অনানুষ্ঠানিক/প্রাক সমবায় ভূক্ত করে আয় ও স্ব-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা। ২০১১-২০১২ অর্থ বছরের প্রকল্পের অগ্রগতি নিম্নরম্নপঃ- (ক) সঞ্চয় আদায়ঃ ২.৮৫ লক্ষটাকা। (খ) ঋণ বিতরণঃ ১০১.৯৪ লক্ষটাকা। (গ) ঋণ আদায়ঃ ৯৫.৫০ লক্ষটাকা। ০২. আবর্তক কৃষি ঋণ কর্মসূচীঃ- প্রাথমিক সমিতির সমবায়ীদের মাঝে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা পূঁজি গঠন। ০৩. সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক)ঃ- অনানুষ্ঠানিক দলের সদস্যদের মাঝে আয় বর্ধনমূলক কর্মকান্ডে ক্ষুদ্র ঋণ পরিচালনা ও পুঁজি গঠন। ০৪. পলস্নী প্রগতি প্রকল্পঃ-প্রকল্প এলাকা চিতোষী (পঃ) ইউনিয়ন, প্রকল্পভূক্ত অনানুষ্ঠানিক দলের সদস্যদের মাঝে আত্নকর্মসংস্থান মূলক ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা ও পুঁজিগঠন। ০৫. অসচ্চল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্নকর্মসংস্থান কর্মসূচীঃ- অসচ্ছল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান ও আয় বর্ধণমূলক কর্মকান্ডে ক্ষুদ্র ঋণ পরিচালনা। ০৬. অংশীদারিত্বমূলক পলস্নী উন্নয়ন মূলক প্রকল্প-২ (পিআরডিপি-২)ঃ- প্রকল্প বাসত্মবায়ন এলাকা - চিতোষী (পূঃ) ইউনিয়ন। প্রকল্পের আওতায় গ্রামবাসী ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রকল্পের সহায়তায় স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র অথচ গ্রাম বাসীদের জন্য অতি প্রয়োজনীয় বিভিন্ন ধরনের (যেমন পাকা রাসত্মা, কালভার্ট, সাঁকো, স্কুল মেরামত,লাইব্রেরী, ড্রেনেজ, টিউবওয়েল, স্যানিটারী লেট্রিন ইত্যাদি) ভৌত অবকাঠামো সম্পর্কিত স্কীম বাস্তবায়ন এবং গ্রামবাসীদের চাহিদা ভিত্তিক বিভিন্ন ট্রেডে (যেমন- পশুপালন, মৎস্য চাষ, শাক সবজি চাষ, জৈব সার প্রস্ত্তত, পুষ্টি ও স্বাস্থ্য, শিক্ষা, সেলাই, কম্পিউটার ইত্যাদি) প্রশিক্ষণ প্রদান।